
পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোণা জেলা পরিষদের সদস্য মো. ছানোয়ার উদ্দিন ছানু অসহায় ও হতদরিদ্র প্রায় ১হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুল মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিম উদ্দিন খান জীবন, তেলিগাতী ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর লিটন, আবু রেজা মাহবুব টিপু, মো. রেনু মিয়া মেম্বার, দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওসার ইমরান বাবুল, সম্পাদক কামরুজ্জামান কামাল, শুনই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান খান কামাল, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম খান হীরা, উপজেলা যুবলীগ সভাপতি নিজাম ইয়ার খান, যুবলীগ নেতা মো. মাহমুদুল হাসান খান রুবেল, আসাদুল তালুকদার, নাজিম উদ্দিন বাবুল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমূখ। মো. ছানুয়ার উদ্দিন ছানু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অসহায়, হতদরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছি ও বঙ্গবন্ধু’র পরিবার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছি।