
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের অভিযানে ডাকাতি করার সরঞ্জামাদিসহ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ।
১ মে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই গোপেশ চন্দ্র দাস, এএসআই জিতু মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানাধীন পশ্চিম বর্ণি এলাকার সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের ভাঙ্গাব্রীজ নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে কোম্পানীগঞ্জ থানার বর্ণি কান্দিবাড়ী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জাফরুল হোসেন (২২), কে ডাকাতি করার সরঞ্জাম ১টি লোহার তৈরি ছুরি, ১টি মোটা রশি, ২টি লোহার তৈরি রামদা, জিআই পাইপ দিয়ে তৈরি বিশেষ ধরনের ১টি কোড়ালসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী অন্যান্য ডাকাতদের সহযোগিতায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কথিত ভাঙ্গা ব্রীজের এক প্রান্ত হইতে অপর প্রান্তে জব্দকৃত রশি বাধিয়া গাড়ি আটক করে ডাকাতির প্রস্তুতি গ্রহন করিতেছিল বলিয়া জানায়। জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী এজাহার নামীয় অন্যান্য আসামিসহ অজ্ঞাতনামা আসামীদের সম্পর্কে পুলিশকে জানায়।
তারই পরিপ্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানায় গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগী পলাতক ৬জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ কে আসামী করে একটি ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।