
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৮৯ বোতল ভারতীয় মদ এবং মদ বহনকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হল ছাতকের জাউয়া পূর্বপাড়া গ্রামের মো. ফরাজুল হকের ছেলে মো. মোফাজ্জল মিয়া(২০) ও কইতর রাউলী গ্রামের সিরাজ আলী (শিরু মিয়া) ছেলে আলাউর রহমান (২২)।
শুক্রবার (২১ এপ্রিল) ভোরবেলায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে যানবাহন তল্লাশীর করে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এসময় ৮৯ বোতল ভারতীয় মদ এবং মদ বহনকাজে ব্যবহৃত ১টি থ্রী-হুইলার সিএনজিসহ গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।