ছাতকে ট্রাকের ধাক্কায় শাহীন মিয়া (১৮) নামের ওয়েলডিং ওয়ার্কসপের এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। সোমবার বিকেলে শহরের মন্ডলীভোগ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শাহীন মিয়া শহরের চরেরবন্দ এলাকার শাহাদাত আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল শাহীন মিয়া। এক পর্যায়ে সড়কের পাশে সাইকেলটিকে থামিয়ে দাঁড়িয়েছিলো সে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (সিলেট ড-১১-০০৭০) সাইকেলের উপর বসা অবস্থায় শাহীন মিয়াকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাতক হাসপাতালে এবং পরে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। চালক পলাতক রয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Leave a Reply