////

নেত্রকোনায় রবীন্দ্র জন্ম জয়ন্তী

14 mins read

নেত্রকোনায় কথামালার অর্ঘ্য, নৃত্য, গান ও কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হয়েছে। ‘সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর‘ শিরোনামে এই অনুষ্ঠানের যৌথভাবে আয়োজন করে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ নেত্রকোনা কমিটি ও রবীন্দ্র চর্চা কেন্দ্র।

গত রোববার সন্ধ্যায় শহরের সাতপাই রামকৃষ্ণ মিশন রোড এলাকায় বানপ্রন্থে এই অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার।

রবীন্দ্র চর্চা কেন্দ্রের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী মো. আলমগীর ও নাঈম সুলতানা। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ছড়াকার শ্যামলেন্দু পাল, জেলা উদীচীর সভাপতি মো. মোস্তাফিজুর রহমান খান, প্রাবন্ধিক স্বপন কুমার পাল, অধ্যাপক হারাধন সাহা, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, অধ্যাপক খন্দকার অলিউল্লাহ রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি পূরবী কুণ্ডু, কবি মৃণাল চক্রবর্তী, প্রাবন্ধিক দীপক চক্রবর্তী প্রমুখ।

রবীন্দ্রনাথ প্রসঙ্গে যতীন সরকার বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের প্রত্যাহিত জীবনের সর্বস্তরে ছড়িয়ে আছেন। জীবনে প্রেম-বিরহ, আনন্দ-বেদনা, আশা-নিরাশা, সুখ-দুঃখ, সংকট-সাফল্যে তিনিই আমাদের প্রেরণার উৎস। তাঁর গানে ব্যক্তির সব ধরনের উপলব্ধির উন্মোচন আছে। প্রকৃতি আর প্রেমের অনুভূতি আচ্ছন্ন রাখে শ্রোতাদের। তিনি আমাদের অস্বিত্বের উজ্জ্বল উদাহরণ।‘

মতীন্দ্র সরকার তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের মাঝে আরও বহু বছর প্রাসঙ্গিক থাকবেন। তিনি বিশ্বাস, পরিশীলন ও মানবতার অনিরুদ্ধ উৎস হয়ে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।’

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সংস্কৃতিকর্মী দেবজ্যোতি রায় এর সাথে কথা বলে নেত্রকোনার বানপ্রস্থে অনুষ্ঠিত হয়ে যাওয়া রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের এসব কর্মসূচি সম্পর্কে অবহিত করে।

অনুষ্ঠানের শুরুতে ‘হে নুতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ‘ ও ‘বাংলার মাটি বাংলার জল‘ সমবেত গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর দৃষ্টি সাহা গেয়ে শোনান ‘তোমারেই করিয়াছি যেন জীবনের ধ্রুব তারা।‘ কানন কর্মকারের কণ্ঠে ‘ওই মালতি লতা দোলে‘, তুতুলের কণ্ঠে অগ্নিবীণা বাজাও তুমি‘, পূর্বা দত্ত ও বর্ণ দত্তের কণ্ঠে ‘আলো আমার আলো‘, নারায়ণ কর্মকারের কণ্ঠে ছিল আমার এই পথ চাওয়াতে আনন্দ‘ গানটি। আসরে অর্পা সাহা, কথিকা সাহাসহ ২৫ জনের মতো শিল্পী সংগীত পরিবেশন করেন। সমবেত কণ্ঠে আমরা সাবাই রাজা পরিবেশনের মাধ্যমে শেষ হয় এই আয়োজন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version