
মন্দিরে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের পুরহিতকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেটের গোপাল গঞ্জে অবস্থিত শ্রী শ্রী গিরিধারী জিও মন্দিরে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। বুধবার (১৪ এপ্রিল) পুলিশ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা এলাকা হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত পুরোহিতের নাম গোবিন্দ দাস বাবাজি (৪৫)। তিনি টাঙ্গাইলের দেলুদুয়ার থানার সিলিমপুর গ্রামের কালু চৌহানের ছেলে। মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় তরুণী মন্দিরে গেলে তাকে কাজের কথা বলে ডেকে নিয়ে যান পুরোহিত গোবিন্দ দাস ও তার সহযোগী দীপঙ্কর দেব। সেখানে তারা তরুণীকে ধর্ষণ চেষ্টা চালালে তার চিৎকারে আশপাশের মানুষ সেখানে চলে আসে। এসময় উপস্থিত সকলে গোবিন্দ দাসকে গণধোলাই দেয়। পরে ওই তরুণী বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে গোপালগঞ্জ থানায় মামলা করেন।
গোপালগঞ্জ মডেল থান পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, এ ঘটনায় পুরোহিতকে গ্রেফতার করা হয়েছে। তবে তার সহযোগী পলাতক রয়েছেন।