
হবিগঞ্জের বাহুবলে ট্রাক- পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ৩নারী নিহত ও ১০জন আহত হয়েছেন। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মঞ্জিলা বেগম(৪৫), তানজিলা বেগম(৩৫) ও শাহিনুর বেগম (৪৫)।
শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ককে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানায় কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ বাধা। এতে পিকআপ ভ্যানের ৩যাত্রী নিহত হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাঈনুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি গুলোকে মহাসড়ক থেকে অপসারণ করা হয়েছে।