
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সার্কিট হাউসে শহরে বসবাসরত গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার পর থেকে শুভেচ্ছা বিনিময় শুরু করেন তিনি। করোনা মহামারির কারণে গত তিন বছরের ঈদে মন্ত্রীর কোনও আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। তবে এ বছর চিরাচরিত রীতি মেনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তার নির্বাচনী এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বুধবার এক বাণীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান মন্ত্রী ইমরান।
সেই সঙ্গে সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন তিনি।