////

শ্রীমঙ্গলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

11 mins read

শ্রীমঙ্গলে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। ঘটনায় ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাঁঁও অভিযান চালিয়ে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গত (২০ মার্চ) রাত ৮টার দিকে শ্রীমঙ্গল শহরের বিরাইমপুর কলেজরোড এলাকার জনৈক তানভীর আহমেদ(৪২) এর মোটর সাইকেল রেজিঃ নং-ঢাকা-মেট্রো হ-৫২-২২৪৭ চুরি হয়।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৪ মার্চ ভোর ৩টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মোটর সাইকেল চুরির ঘটনায় ওই এলাকার মৃত আছমত আলীর পুত্র শুক্কুর মিয়া(২৭) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে জিজ্ঞাসাবাদে ও তার বসতবাড়ী থেকে চুরি হওয়া লাল রঙ্গের হিরো স্পেলেন্ডার মোটর সাইকেল সহ আরো ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শুক্কুর মিয়া চুরির ঘটনা স্বীকার করে তার সহযোগী আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। গ্রেফতারকৃত শুক্কুর মিয়া আন্তঃ জেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানায়।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক(তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানে অংশ গ্রহন করেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক(তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতের তথ্য অনুযায়ী চোর চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শ্রীমঙ্গল থেকে ইতিমধ্যে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারে আমরা তৎপর রয়েছি। এনিয়ে অভিযান পরিচালনা হচ্ছে বলেও জানান। তিনি বলেন, মোটর সাইকেল চুরি রোধে সাইকেল মালিকদের আরো সচেতন হওয়া প্রয়োজন। যেখানে সেখানে মোটর সাইকেল পার্কিং না করা ও যথাযথ ভাবে মোটর সাইকেল লক করে রাখার পরামর্শও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version