//////

জৈন্তাপুরে জুলাই বর্ষপূর্তীতে জামায়াতের গন মিছিল

10 mins read

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে ৩৬-জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলা সদরে ২৪শে জুলাইয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তীতে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা সদরের বিজয়-স্তম্বে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিষ্ট স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে শুধু নির্বাচনের জন্য নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে,দেশের সকল সেক্টরে গ্রহণযোগ্য সংস্কার করতে হবে এবং পতিত ফ্যাসিষ্টদের গনহত্যার জন্য বিচার করতে হবে।পাশাপাশি বাংলাদেশ থেকে দূর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডার বাজি চূড়ান্ত রূপে নির্মূল করতে হবে।

পথসভায় আরে বক্তব্য রাখেন থানা সূরা সদস্য নাজমুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আমীর গোলাম কিবরিয়া, জৈন্তাপুর উপজেলার জুলাই যোদ্ধা হাবিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন ১নং নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, চারিকাঠা ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, হরিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর, চিকনাগুল ইউনিয়ন জামায়াতের সভাপতি তোফায়েল আহমদ, জৈন্তাপুর শ্রমিক কল্যাণ সভাপতি শামীম আহমদসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version