
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের তামাবিল হাইওয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫৮ পিস ইয়াবাসহ ১জনকে আটক করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় , ২৮ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের পানিছড়া কালীমন্দিরের সম্মুখে হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. তারেক আহমেদ রুদ্র নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন, এটিএসআই মৃণাল কান্তি ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ। লোকাল যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ১৫৮ পিছ ইয়াবা সহ সিলেটে জেলার শাহপরান বাহুবল ১নম্বার রোডের বাসিন্ধা মো. আকদ্দস আলীর ছেলে উমর আলী (৫০) কে গ্রেপ্তার করা হয়।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, মাদক বিরোধী অভিযানে ১৫৮ পিছ ইয়াবা সহ উমর আলীকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে মর্মে নিশ্চিত করেন।