/////

শুল্ক ফাঁকি দিয়ে ভারতীর চিনি আমদানি, আটক ১

3 mins read

তাহিরপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীর চিনিসহ ১জনকে আটক করেছে পুলিশ। আটক যুবক আব্দুল লতিফের ছেলে হেনাদুল মিয়া (৩৫)।

রোববার (২০ আগস্ট) উপজেলার জয়শ্রী গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৮বস্তা ভারতীয় চিনিসহ তাকে আটক করা হয়।

তাহিরপুর থানা পুলিশ জানান, চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি বাংলাদেশে বাজারজাত করার উদ্দেশ্যে হেনাদুল মিয়া তার বসতবাড়িতে মজুত করে রাখে। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে চিনিসহ তাকে আটক করা হয়েছে। পুলিশ আরো জানান, জব্দকৃত চিনির বাজারমূল্য ৮ লাখ টাকার বেশি।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version