//////

সিলেট-তামাবিল মহাসড়কের বাস চাপায় নিহত ১, আহত ৫

10 mins read

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরূফৌদ) এলাকায় বাসচাপায় ঘটনাস্থলে ১জন মটর সাইকেল আরোহী নিহত, আহত-৫, ঘাতক বাস পালিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ২৯ আগষ্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরুফৌদ) নামকস্থানে জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী বাসগাড়ীর সাথে দরবস্ত হতে জৈন্তাপুরগামী ২টি মটর সাইকেলের মুখোমুখি দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ঘটনাস্থলে ১জন মটর সাইকেল আরোহী নিহত হন। অপর ৪জন গুরুত্বর আহত হন। ঘটনার পর পর ঘাতক বাস দ্রুত পালিয়ে যায়। এঘটনায় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক দূর্ঘটনায় আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করেন।

নিহত মটর সাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জরগ্রামের তাজউদ্দিনের ছেলে তালহা (১৭)। আহতরা হলেন সারীঘাট ডৌডিক গ্রামের শুক্কুর মিয়ার ছেলে শাকিল (২০), একই গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদ এর ছেলে জুনেদ আহমদ (১৮), মনির আলীর ছেলে শাহরিয়ার (২০), আরফান আলীর ছেলে ইব্রাহীম আহমদ (২২) এবং উপজেলার গুজ্ছগ্রামের জিয়া উদ্দিনের ছেলে ফরহাদ আলী (১৫)। ঘটনার পর পর সিলেট তামাবিল মহাসড়ক প্রায় ১ঘন্টা যান চলাচল বন্দ ছিল।

এদিকে দূর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে নিহত তালহার মরাদেহ উদ্ধার করে এবং দূর্ঘটনা কবলিত ২টি মটর সাইকেল জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

তামাবিল হইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পুলিশের টিম পৌছে নিহতের মরাদেহ ও দূর্ঘটনায় কবলিত ২টি মটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাসগাড়ী আটকের তৎপরতা চলছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version