
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা ২জন আটক।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ঠা অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামে অভিযান পরিচালনা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। পুলিশ অভিযানের একপর্যায়ে সিলেট-তামাবিল মহাসড়কের ফরফরা যাত্রী ছাউনি হতে সন্দেহ ভাজন দুইজনকে যুবককে আটক করে। পরে তাদের দেহ তল্লাসী করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশ তাদেরকে ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে আসে। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িতে রয়েছে বলে জানায়।
আটককৃত ২যুবক হলে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও গোয়াইনঘাট উপজেলার টিকর নয়াখেল গ্রামের মনু মিয়ার ছেলে নাহিদ আহমেদ (২৩)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ইয়াবা সহ ২জন যুবক আটকের কথা নিশ্চিত করে জানান, পুলিশ বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আটক দেখিয়ে ৫ অক্টোবর রবিবার ২জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরুদী অভিযান অব্যাহৃত আছে।