জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা :: জৈন্তাপুরে আইডিয়াল কুচিং হোম কর্তৃক ২০২৩ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা আইসক্রিম ফ্যাক্টির পয়েন্ট সংলগ্ন মসজিদ মার্কেট’র ২য় তলায় একঝাঁক মেধাবী তরুণ শিক্ষকদের নিয়ে পরিচালিত আইডিয়াল কোচিং হোম এর শিক্ষক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হেডওয়ে উইমেন্স কলেজের প্রিন্সিপাল আবু রায়হান, বিশেষ অতিথি বক্তব্য রাখেন চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সমাজসেবী আব্দুল মুছাব্বির ফরিদ, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আজির উদ্দিন চৌধুরী, সাংবাদিক জাহিদুল ইসলাম, কোচিং হোমের পরিচালক রাসেল আহমদ, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, নাসির উদ্দীন, টিপু সুলতান, ফ্রান্স প্রবাসী মো. মোস্তফা, কামরুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। আগামী দিনে তোমাদেরই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। বর্তামান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।
পরে ১শতাধিক বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। পরিশেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।