///

আটপাড়ায় পাকা বোরো ধান কাটা কর্মসূচি পালন

9 mins read

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :: প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশে মাঠে গিয়ে কৃষকের পাকা বোরো ধান কেটে দিয়েছে বাংলাদেশ কৃষক লীগ।

সোমবার (১ মে) সকালে নেত্রকোনা জেলা কৃষক লীগের উদ্যোগে আটপাড়া উপজেলার গনেশের হাওরের কৃষক সিদ্দিকুর রহমানের এক একর জমির পাকা বোরো ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দিয়েছে বাংলাদেশ কৃষক লীগ।

নেত্রকোনা জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল শহীদ ও সদস্য সচিব মো. তাহেরের নেতৃত্বে স্বেচ্ছায় ধানকাটা কর্মসূচি পালিত হয়।

কৃষক সিদ্দিকুর রহমানের এক একর জমির পাকা ধান কাটা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগ বিএনপি-জামাত সন্ত্রাস মোকাবেলায় রাজপথে ও প্রাকৃতিক দুযোগ মোকাবেলায় কৃষকের মাঠে আছি ও থাকব।

এ কর্মসূচিতে অংশনেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আলহাজ্ব আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সৈয়দ সাগিরুজ্জামান শাকিক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আলহাজ্ব মো. নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ দপ্তর সম্পাদক আলহাজ সৈয়দ শওকত হোসেন সানু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

এছাড়া জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ ও আটপাড়া উপজেলার কৃষক লীগের সভাপতি মো. আব্দুল হান্নান ও সাধারন সম্পাদক মো. শামসুল ইসলাম সহ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version