
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাটের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সার ও বীজ বিতরণ করা হয়। আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, নেত্রকোণা সদর উপজেলার পাট উন্নয়ন কর্মকর্তা সজীব গোস্বামী, লুনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কবীর, সুখারী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান, প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ প্রমুখ।
বীজ বিতরণের প্রথম দিন ৫০ জনের মাঝে পাট বীজ বিতরণ করা হয়।