
নেত্রকোণার আটপাড়ায় উপজেলা হল রুমে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রান্সফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের বিষয়ে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে যেসকল ইউনিয়ন পরিষদ এ কার্যক্রমে এগিয়ে রয়ে তাদেরকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
এ কার্যক্রমে প্রথম স্থান অধিকার করেন উপজেলার ২নম্বর শুনই ইউনিয়নে চেয়ারম্যান মো. রোকনউজ্জামান রোকন, দ্বিতীয় স্থানে ৪নম্বর বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌস রানা আনজু ও তৃতীয় স্থানে ৫নম্বর তেলিগাতী ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র সরকার।
এছাড়া এই কার্যক্রমে এগিয়ে থাকা সচিবদের মধ্যে প্রথম স্থানে মো. আমিনুল ইসলাম, দ্বিতীয় স্থানে মান্নান হোসেন ও তৃতীয় স্থানে মো. কামরুজ্জামান। ট্রান্সফোর্স কমিটির সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার, প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো. আসাদুজ্জামান খান সোহাগসহ সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণ প্রমূখ।