
বাাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ২০২৩-২৪ এ স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন জন কর্মকর্তা।
এতে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শাবি অফিসার্স অ্যাসেসিয়েশনের সভাপতি ও হিসাব শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ মোর্শেদ আহমেদ মনোনীত হয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন এবং সাংগঠনক সম্পাদক হিসেবে প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম উজ্জল মনোনীত হয়।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব নজরুল ইসলাম হীরা ।
জানা যায়, গত ২২ জুলাই আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও মহাসচিব পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর কমিটির অবশিষ্ট পদ গুলোতে সদস্য মনোনীত করা হয়েছে।