
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘আমরা শাবি পরিবার, শাবিকে ভালোবাসি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবীর হোসেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তাতে আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে। আমরা একই পরিবারের, তাই একে অপরের বিরুদ্ধে পরনিন্দা না করে সহযোগিতা করা প্রয়োজন। তাই নিজেদের কাজের মনোযোগ দিতে হবে, যোগ্যতার পরিচয় দিয়ে নিজেদের প্রমোশন নিতে হবে। নিজেদের তৈরি না করে তাবেদারি করে মূল্যায়ন পাওয়া যাবে না। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে অনেকদূর এগিয় গেছে। আগামীতে আমাদের আরো অনেকদূর যেতে হবে। তবে এ অর্জন সকলের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান বক্তরা।