//

আমের ক্যালেন্ডার প্রকাশ, কখন পাবেন কোন আম

9 mins read

‘আমের রাজ্য’ খ্যাত সাতক্ষীরা জেলার গাছ থেকে আম সংগ্রহের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এ ক্যালেন্ডার প্রকাশ হয়।

সোমবার (১৭ এপ্রিল) প্রকাশিত ক্যালেন্ডার সর্বস্তরের আমচাষী ও আম ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। রোববারের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি আম ক্যালেন্ডারের দিনপঞ্জিকা ঘোষণা করেন।

সাতক্ষীরার আমের বিশ্বব্যাপী ব্র্যান্ডিং হয়েছে তা ধরে রাখার ব্যাপারে অভিমত ব্যক্ত করেন, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, আগামী ১২ মে গোবিন্দভোগ, ২৫মে হিমসাগর, ১জুন ল্যাংড়া ও ১৫জুন আমরুপালি গাছ থেকে সংগ্রহ ও বাজারজাত করণের দিন নির্ধারণ করা হয়েছে। রোববারের সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকালেই সব আম চাষি ও ব্যবসায়ীদের কাছে আম ক্যালেন্ডার পৌঁছে দেয়া হয়েছে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার আমের প্রতি বিশ্ববাসীর যে আস্থা ও বিশ্বাস তা নিয়ে কাউকে কোনো ছিনিমিনি খেলতে দেয়া যাবে না। নির্ধারিত সময়ের পূর্বে কেউ গাছ থেকে আম সংগ্রহ করলে বা কার্বাইড ও কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ব আম বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version