///

উপজেলা চেয়ারম্যানের বরাদ্ধে লক্ষীপুর রাস্তার সিসি ঢালাই

6 mins read

সিলেটের জৈন্তাপুরে উপজেলা চেয়ারম্যানের বরাদ্ধে লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়-নজির মেম্বারের বাড়ী পর্যন্ত ৩৪২ফুট রাস্তার সিসি ঢালাই শুরু।

৩১মে মঙ্গরবার সকাল ১১টায় লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়-নজির মেম্বারের বাড়ী পর্যন্ত ৩৪২ফুট রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান কামাল আহমদের এডিপি খাত হতে ২লক্ষ টাকা ব্যয়ে লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে নজির মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তার সিসি ঢালাই বরাদ্ধ করেন। দীর্ঘ দিন হতে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকার বাসিন্ধারা রাস্তার চলাচলে দূর্ভোগ পেহাচ্ছে। অবশেষে রাস্তা সিসি ঢালাইয়ের কারনে চলাচলের দুর্ভোগ হতে মুক্তি পায়।
উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন নির্বাচনের পূর্বে রাস্তাটি সিসি ঢালাই করে দেওয়ার কথা দিয়েছিলাম।

এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য আমার এডিপি বরাদ্ধ হতে ২লক্ষ টাকা ব্যায়ে রাস্তাটির কাজ করা হচ্ছে। রাস্তাটি কাজ শেষ হলেই জনসাধারণ সহ এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version