জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২২ উপজেলা পর্যায়ে আয়োজনের লক্ষ্য ৯মে সোমবার দুপুর সাড়ে ১২টার জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম এর সভাপত্তিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (ভুমি) রিপামনি দেবী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ড. বিয়াম কুদরত উল্ল্যাহ স্কুল এন্ড কলেজের প্রিন্সীপাল আবু সুফিয়ান বেলাল, বাউরভাগ হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল, উপজেলা আ.লীগের সদস্য আব্দুর রহমান সহ উপজেলা বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন ৷
প্রস্তুতি সভায় উপজেলা ৬টি ইউনিয়নকে নিয়ে ৬টি করে পুরুষ মহিলা ১২টি টিম গঠন করে খেলার সময় সূচী নির্ধারণ এবং টিম প্রতি ইউনিয়ন ভিক্তিক খেলায়ারড়দের তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত গৃহীত হয় ৷
Leave a Reply