//

এএফসির কমিটিতে সালাউদ্দিন

7 mins read

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে ২০২৩২০২৭ মেয়াদে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে জায়গা করে নিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ। এফসি কম্পিটিশন্স কমিটিতে কাজী সালাউদ্দিন এএফসি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির সদস্য হয়েছেন কাজী নাবিল।

কাজী সালাউদ্দিনের সঙ্গে এএফসি কম্পিটিশন্স কমিটিতে রয়েছেন ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া রিপাবলিক, কুয়েত, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমার, কাতার, সৌদি আরব, তাজিকিস্তান, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা।

কাজী নাবিল আহমেদের সঙ্গে এএফসি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটিতে  রয়েছেন মিয়ানমার, থাইল্যান্ড, বাহরাইন, চীন, গুয়াম, কোরিয়ান রিপাবলিক, মালয়েশিয়া, কাতার ও উজবেকিস্তানের প্রতিনিধিরা।

এর আগে কাজী সালাউদ্দিন ফিফা টেকনিক্যাল কমিটি, ফিফা মার্কেটিং অ্যান্ড টিভি রাইটস কমিটি, এএফসি সোস্যাল রেসপন্সিবিলিটি কমিটি ও এএফসি ইন্টারনাল অডিট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কাজী সালাউদ্দিন ও কাজী নাবিল ছাড়াও এএফসির কমিটিতে জায়গা করে নিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। এএফসি মার্কেটিং কমিটির সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version