/////

এমপি হাবিব ধান কাটলেন কৃষকের সঙ্গে

7 mins read

কৃষকদের অনুপ্রেরণা দিতে দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে কৃষকদের সঙ্গে বোরো ধান কেটেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ও বালাগঞ্জের সদর ইউনিয়নে এ ধান কাটেন তিনি।

এসময় এমপি হাবিব বলেন দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে অনেক অসহায় কৃষক শ্রমিক ও অর্থ সংকটে ধান কাটতে পারছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। এতে নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিতে উৎসাহিত হবেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরা, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, দক্ষিণ সুরমা উপজেলা এসিলেন্ড মাখন চন্দ্র দাস, বালাগঞ্জ উপজেলা এসিলেন্ড সোমাইয়া ফেরদৌস, দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার  রাজিব হোসেন, বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. আশিকুর রহমান, সিলেট জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জায়েদ আলী, বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক আলাল মিয়া, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, রাসেল আহমদ, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা মন্জুর আলী, সহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version