
সিলেটের ওসমানীনগরে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ২শ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সার ও বীজ বিতরণ করা হয়। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার হৃদয় কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আব্দাল মিয়া।
স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার উম্মে তামিমা। বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকি। উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, শেখ ফয়ছল আহমদ, যুবলীগ নেতা সেবন অধিকারী, কৃষি সম্প্রসারণ অফিসার আজাদ হোসেন, গোলাম রব্বানী প্রমুখ।
এসময় ২ হাজার ২শ কৃষকের মধ্যে জনপ্রতি ডিএপি সার ১০কেজি, এমওপি ১০কেজি ও ৫ কেজি করে ধানের বীজ দেয়া হয়। ইউনিয়নভিত্তিক বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ প্রাপ্ত কৃষকের সংখ্যা হচ্ছে, উমরপুর ইউনিয়নে ২শ ৮০ জন, সাদিপুরে ২শ ২০ জন, পৈলনপুরে ১শ ৫০ জন, বুরুঙ্গায় ২শ ৬০ জন, গেয়ালাবাজারে ২শ ৮০ জন, তাজপুরে ২শ ৯০ জন, দয়ামীরে ৪শ জন ও উছমানপুরে ৩ শ ২০ জন।