///

ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

6 mins read

মহান বিজয় দিবস উপলক্ষে ওসমানীনগরে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার বিকেলে ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ। সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আপ্তাব আহমদ, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদাল মিয়া, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উছমানপুর ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জুবায়ের আহমেদ শাহীন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতির সূর্যসন্তান বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। সংবর্ধনা শেষে সবাইকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version