
কানাইঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার সুরইঘাট বাজারে অভিযান পরিচালনা করে ২১ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
শনিবার ২৩ এপ্রিল রাত ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার সুরইঘাট বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কানাইঘাট থানা পুলিশ। এ সময় কালিনগর গ্রামের নাহিদ আহমদের ছেলে রুবেল আহমদ(২৯) কে ২১ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) সারনির ২৪(খ)। মাদক মামলা করা হয় এবং মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় ।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক ।