
সিলেট জেলার কানাইঘাট থানার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক টিম ১১ এপ্রিল দিবাগত রাত ০১.৩০ মিনিটে কানাইঘাট পৌরসভাধীন বায়মপুর খেয়াঘাট বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মালামাল সহ ৪জন কে আটক করা হয়৷
আটককৃতরা হল কানাইঘাট উপজেলার সুতারগ্রামের মৃত হাসান আলীর ছেলে মো. কামরুল ইসলাম (২৬), মহেষপুর গ্রামের ফাতির আলীর ছেলে সাজু আহমদ (২২), রায়গড় গ্রামের এবাদুর রহমানের ছেলে সেবুল আহমদ (২০), এবং মহেষপুর গ্রামের আমীর হোসেনের ছেলে মিজান আহমদ (১৯)।
এসময় তাদের নিকট হতে পুলিশ ২৫ হাজার টাকা মূল্যের ৫টি কনভেয়ার রোলার এবং বাজাজ কোম্পানীর নাম্বার বিহীন ১টি সিএনজি উদ্ধার করা হয়। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি চুরি মামলা দায়ের করা হয় এবং আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়ছে ।