/////

কিশোর গ্যাং মুক্ত স্মার্ট নগরী গড়তে চাই – আনোয়ারুজ্জামান চৌধুরী

12 mins read

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা আমাকে দিয়েছেন এর আলোকে নগরবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই, প্রথমে সিলেটকে কিশোর গ্যাঙ্গ মুক্ত গ্রীন ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো। আমি দীর্ঘদিন প্রবাস জীবনে লোকাল সিটিতে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছি, বিজয়ী হলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের কল্যাণে নগরবাসীর উন্নয়নে কাজ করে যাব। সিলেট মহানগরীতে বসবাসরত জৈন্তাপুরবাসীর আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বুধবার (৭ জুন) নগরীর জেল রোডস্থ গ্রান্ড ভিউয় হোটেলে আয়োজিত সভায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল।

মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম বদরুল ইসলাম, এডভোকেট আলতাফ হোসেন এপিপি, প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আব্দুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক কয়ছর আহমেদ, বাদশাহ মিয়া, সোহেল রানা, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলী, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর উদ্দিন মড়া, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম মারুফ, আওয়ামী লীগ নেতা এম জেড জাহাঙ্গীর, আব্দুল মতিন শাহীন, ফারুক আহমেদ, সাবেক ছাত্রনেতা ফয়জুল্লাহ, আমিন আহমেদ, রুবেল শরিফ, রুবেল আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা, মনসুর আহমেদ, আলমগীর এইচ রায়হান, নেহাল পাল, আবু হুরায়রা, সুলতান আহমদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version