/////

কুলাউড়ায় ৩ জুয়াড়ী আটক!

5 mins read

মৌলভীবাজারের কুলাউড়ায় জোয়াখেলার সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয়েছে। ১০ জুন কর্মধা ইউনিয়নের কালুটি চা বাগানের সমীর রবিদাশের বাড়ী থেকে জুয়া খেলার আসর হতে তাদেরকে আটক করে কুলাউড়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন হাসিমপুর গ্রামের তৈমুছ আলীর ছেলে আজির মিয়া (৩৮), বাবনিয়া গ্রামের মৃত মফিজ আলীর ছেলে ছালেক মিয়া (৪৫), লক্মীপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে ময়না মিয়া (৬০)।

জানাযায়, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেলের নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে ও এসআই সুজন তালুকদার সঙ্গীয় অফিসার, ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ারীদের আটক করা হয়। এসময় জুয়া খেলার আসর হতে ৫২টি তাস ও নগদ দুই হাজার নয়শত পঞ্চাশ টাকা জব্দ করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো. আব্দুছ ছালেক সত্যত্যা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version