/////

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান বিরুদ্ধে মামলার প্রত্যাহারের দাবীতে ব্যবসায়ীদের সভা

11 mins read

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আলফু মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১টায় উপজেলার থানাসদর বাজারে কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে সহ সভাপতি মাওলানা আব্দুর রউফের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জের জনপ্রিয় দুই ইউপি চেয়ারম্যানকে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা মামলা দিয়ে তাদের মানহানি করছে একটি চক্র। এসব চক্রের বিরুদ্ধে কোম্পানীগঞ্জের বালু-পাথর ব্যবসায়ী সমিতি সোচ্চার রয়েছে। ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ যড়যন্ত্র করলে দাঁতভাঙা জববা দেওয়া হবে। উপজেলার জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের এক নেতা সরকারকে অবৈধ সরকার বলে এবং নিজেরাই বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছিড়ে উপজেলার জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষকে ফাঁসিয়ে দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এ মামলা থেকে নিরপরাধ দুই চেয়ারম্যান চেয়ারম্যানকে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বালু-পাথর ব্যবসায়ীরা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, অর্থ সম্পাদক হোসেন নুর, সদস্য মোকলেছ মিয়া, মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, গিয়াস উদ্দিন, মেহদি হাসান, মোশারফ আহমদ, ফজর উদ্দিন, সুরুজ মিয়া, কোম্পানীগঞ্জ বালু ব্যবসায়ি সমিতির সভাপতি আমির হোসেন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম আলী, সোহেল আহমদ, ইছাককস ইউনিয়ন পরিষদের সদস্য নেছার আহমদ সহ কোম্পানীগঞ্জের পাথর-বালু শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version