
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমাকে সভানেত্রী ও সিলেট জেলা পরিষদ সদস্যা তামান্না আক্তার হেনাকে সাধারণ সম্পাদিকা করে ৫১ সদস্যা বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে।
সম্প্রতি সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা বাছিত ও সাধারণ সম্পাদিকা এডভোকেট সালমা সুলতানা স্বাক্ষরিত কমিটিতে অন্যান্যরা হচ্ছেন, সহ-সভানেত্রী ফাতেমা বেগম,সবুতারা বেগম, রাশেদা বেগম,রাহেনা বেগম,রুহেলা বেগম, সহ-সাধারণ সম্পাদিকা প্রভাষক রুনা লায়লা, নিতা সিনহা, সাংগঠনিক সম্পাদিকা বিলকিস আরমান মনি, সহঃ সাংগঠনকি সম্পাদিকা মনোয়ারা বেগম (১), মনোয়ারা বেগম (২), প্রচার সম্পাদিকা নিলুফা বেগম, দপ্তর সম্পাদিকা মুক্তি বেগম শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদিকা শারমিন বেগম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদিকা জাহানারা বেগম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদিকা শিপ্রা রাণী দাস, শ্রম সম্পাদিকা শিউলী আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদিকা কেয়া রাণী তালুকদার, আইন বিষয়ক সম্পাদিকা ফাতেমা বেগম, মা ও শিশু স্বাস্থ্য সম্পাদিকা পিয়ারা বেগম, কোষাধ্যক্ষ হাসিনা বেগম, ধম বিষয়ক সম্পাদিকা আবিদা সুলতানা জেনি, বন ও পরিবেশ সম্পাদিকা সোনারা বেগম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদিকা সুহাদা বেগম।
সদস্যা যথাক্রমে-মিনারা বেগম, সুলতানা বেগম, মাফিয়া বেগম,তাজরিুন নেছা, রুনা বেগম, আমিনা বেগম, পারুল আক্তার, আফিয়া বেগম, রুকেয়া বেগম, শারমিন বেগম, আলিয়া বেগম, উষা রানী রায়, দীপালী রানী, সায়েরা খাতুন, নাজমা খাতুন, হালিমা বেগম, প্রমিলা রানী, রুপারা বেগম, সমছুন নেছা, ফিরোজা বেগম, সুফিয়া বেগম,রুমেনা বেগম, সালমা বেগম, আয়েশা আক্তার, জোছনা বেগম ও জয়বুন নেছা।