
সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
এতে ১ লাখ ৫৭ হাজার ৬৩৯ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৬৮ হাজার ৩২২ শিক্ষার্থী। ফেল করেছেন ৮৯ হাজার ২১৯ জন। পাশের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। ফেল করেছেন ৫৬ দশমিক ৬০ শতাংশ।
মঙ্গলবার (০৬ মে) রাতে ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানান গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, রাতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৫৬ দশমিক ৬০ শতাংশ। শিক্ষার্থীরা তাদের রোল দিয়ে জিএসটির ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। এরমধ্যে ১ লাখ ৫৭ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাতে উত্তীর্ণ হয়েছেন ৬৮ হাজার ৩২২ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৮৯ হাজার ২১৯ জন। পাশের হার ৪৩.৩৫ শতাংশ।
গুচ্ছের ‘এ’ ইউনিটে সর্বোচ্চ ৮৬.৫০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সিলেট স্কলার্সহোমের শিক্ষার্থী শাহরিয়ার আলম পাটোয়ারী। তার পরীক্ষার কেন্দ্র ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর ১০৯ নং কক্ষে।
উত্তীর্ণদের মধ্যে ৮৫ নম্বরের উপরে ৫ জন, ৮০ নম্বরের ওপরে ৪০ জন, ৭৫ নম্বরের উপরে ১৮৫ জন, ৭০ নম্বরের উপরে ৫৬১, ৬৫ নম্বরের উপরে ১৪৭৭ জন, ৬০ নম্বরের উপরে ৩৭২৯ , ৫৫ নম্বরের উপরে ৭৯১০, ৫০ নম্বরের উপরে ১৪৬৭১ জন, ৪৫ নম্বরের উপরে ২৪৩২২, ৪০ নম্বরের উপরে ৩৬৯৯২, ৩৫ নম্বরের উপরে ৫১৮৭৫, ৩০ নম্বরের উপরে ৬৮৩২২ এবং ৩০ নম্বরের নিচে ৮৯ হাজার ২১৯ জন, পরীক্ষার উত্তরপত্র ক্যান্সেল হয়েছে ৮৮ জনের। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৬ দশমিক ৫০।
এদিকে গত শনিবার (০৩ জুন) দেশব্যাপী দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯৪ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে ভর্তি কমিটি সূত্রে জানা যায়।
এর আগে শনিবার (২০ মে) বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার (২৩ মে) ফলাফল প্রকাশিত হয়, এতে পাশের হার ছিল ৫৬.৩২ শতাংশ। এরপর শনিবার (২৭ মে) সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২৯ মে ফলাফল প্রকাশ করা হয়ে।