/////

গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিত ৯৮.২৮ শতাংশ

6 mins read

শাবিপ্রবি প্রতিনিধিগুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিত ৯৮.২৮ শতাংশ কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শাবিপ্রবি উপকেন্দ্রে উপস্থিত ছিলেন ৯৮.২৮ শতাংশ শিক্ষার্থী।

শনিবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপ্নন কুমার সরকার।

তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে আমাদের কেন্দ্রে ২হাজার ৫শ’ ৬১ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৫শ’ ১৭ জন। অনুপস্থিত ছিল ৪৪ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৯৮দশমিক ২৮ শতাংশ। এরআগে দুপুর ১২ টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ৪টি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সারাদেশে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকলের সহযোগিতায় এমন একটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version