//////

গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

7 mins read

২৮ জুলাই (শুক্রবার) রাত অনুমান ২ টায় সিলেট জেলার গোয়াইনঘাট থানার ১২ নম্বর সদর ইউপির উনাই হাওড়ে ডাকাত সন্দেহে গোয়াইনঘাট উপজেলার হাইডর গ্রামের আলাউদ্দিন ছেলে সালেহ আহমদ (২৫) কে লাবু, আলীরগ্রাম এবং দেওয়ারগ্রামের লোকজন গণপিটুনি দেয়।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সালেহ আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে সালেহ আহমদকে উন্নত চিকিৎসার জন্য গোয়াইনঘাট থানা পুলিশ এবং স্থানীয় লোকজন সরকারি এম্বুলেন্স যোগে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত ডাক্তার সালেহ আহমদ কে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক ভাবে জানা যায়, সালেহ আহমদ আন্তজেলা গরু চোর দলের একজন সক্রিয় সদস্য। তাহার বিরুদ্ধ থানায় ৬টি মামলা সহ একটি চুরি মামলার ওয়ারেন্ট মুলতবি আছে। ঘটনাস্থলে একটি ইন্জিন চালিত নৌকা ১১ বস্তা কাপড় ও ২ টি রাম দা পাওয়া যায়।

উক্ত ঘটনার মূল রহস্য উদঘাটনেসহ আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়ানঘাট থানা পুলিশ তৎপর রয়েছে বলে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version