সিলেটের গোয়াইনঘাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় জোসনা বেগম (১৮) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার লাবু গ্রামের কৃষক নুরুল হকের মেয়ে।
শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলার লাবু গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জোসনা পরিবারের সবার সাথে একসাথে নাস্তা করে। পরে সকাল ১০টায় জোসনা তার মাকে ঘুমানোর কথা বলে বসতঘরের দরজা বন্ধ করে দেয়। পরবর্তীতে দুপুর অনুমান ১২টার দিকে জোসনার মা তাকে দরজা খুলার জন্য ডাকাডাকি করতে থাকেন। জোসনার কোন সাড়া শব্দ না পেয়ে তিনি আত্মচিৎকার করতে থাকেন। তারপর পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে জোসনাকে তার পরিহিত ওড়না দিয়ে বসতঘরের বাঁশের ধরনার সাথে গলায় ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জানা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল।