/////

গোয়াইনঘাটে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষনের শিকার

7 mins read

গত ২৪ মে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রস্তুমপুর ইউনিয়নের বাদেবাসা গ্রামের কুলুম ছড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষনের স্বীকার হয়।

স্থানীয় সূত্রে জানা যায় যে, বাদেবাসা গ্রামের ছেরাগ মিয়ার ছেলে আব্দুর রূফ (৩৫) তাহার নিজ ঘরে মুখে গামছা বেধে ধর্ষণ করে ধর্ষন করে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে।

পরবর্তীতে কাউকে কিছু না বলার জন্য দা দিয়ে হুমকি প্রদর্শন করে ধর্ষক, ধর্ষনের স্বীকার ছাত্রী স্কুলে না গিয়ে নিজ বাড়ীতে ফিরে কান্নাকাটি করে। ঘটনার বিষয়টি পিতা-মাতাকে জানানোর পর তাহার চাচা ও প্রতিবেশীরা উত্তেজিত হয়ে আব্দুর রূফের বাড়ীতে গেলে আব্দুর রূফকে খুজে পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আতিকুন নাহার বলেন, তৃতীয় শ্রেণীর ছাত্রীকে বখাটে আব্দুর রূফ জোর পূর্বক ধর্ষণ করেছে। এ ব্যাপারে উর্ধতন কর্মকর্তাকে অবহিত করেছি। বখাটে মাদক আসক্ত আব্দুর রূফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

ভিকটিমের পিতা আইনী সুবিচার পাওয়ার জন্য গোয়াইনঘাট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন (মামলা নং-২৩)।

গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় ডাক্তারী পরিক্ষার জন্য ভিকটিম ছাত্রীকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং ধর্ষণকারীকে আইনের আওতায় নিয়ে আসবেন বলে জানান এ.এস.আই মিহির।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version