/////

গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক ১

3 mins read

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ রিপন দাস নামে একজনকে আটক করা হয়েছে। ধৃত আসামি উপজেলার মধ্যজাফলং ইউনিয়নের সংগ্রামপুঞ্জি এলাকার রবীন্দ্র দাসের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোয়াইনঘাট থানার এসআই মো. এমরুল কবির ও এএসআই সাদ্দাম হোসেন পর্যটনকেন্দ্র জাফলং এর বল্লাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২ বোতল ভারতীয় তৈরি Mc Dowell’s হুইস্কি মদসহ রিপন দাশকে আটক করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে. এম নজরুল ভারতীয় মদসহ এক জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version