
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের ধর্মগ্রাম মসজিদের উঠানে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামালার ঘটনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রোট আমলী আদালত গোয়াইনঘাট সিলেটে মামলা দায়ের।
মামলাসূত্রে জানাযায়, গত ১৪ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর বিকাল অনুমান ২টায় গোয়াইনঘাট ধর্মগ্রাম স্থানীয় মসজিদের উঠানে (মাঠে) জমিজমা নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে বাদীর উপর হামলা চালায় ৫নং আলীরগাঁও ইউপির ধর্মগ্রামের মৃত ওয়াজিদ আলী ছেলে আব্দুর রব (৫৫), আব্দুল খালিক (৫০), আব্দুল মালিক (৪৮), আব্দুল লতিফ (২৫), আব্দুল জব্বার (২৮), আব্দুল খালিকের ছেলে রাহিম আহমদ (৩০), সাব্বির আহমদ (২৫), সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩২), ছয়ফুল ইসলামের ছেলে কয়েছ আহমদ (৩৫), তৈয়ব আলীর ছেলে মনির আহমদ(২৮), মৃত ফরমান আলীর ছেলে হিফজুর রহমান(৩৫), আলাউর রহমানের ছেলে জুনেদ আহমদ (২৫), মৃত ফাতির আলীর ছেলে হাছান আলী (৫০) সহ ৩/৪জন অজ্ঞাত নামা আসামীরা হামলা চালান মামলার বাদী ধর্মগ্রামের তজম্মুল আলীর ছেলে মো. সালেহ রাজা (৩৫) এর উপর। এসময় ২টি মোবাইল হ্যান্ডসেট এবং পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। স্থানীয় জনতা হামলাকারীদের কবল হতে রক্তাক্ত আহতবস্থায় মো. সালেহ রাজাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলার ঘাটনায় মো. সালেহ রাজা বাদী হতে ১৭ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রোট আমলী আদালত গোয়াইনঘাট সিলেটে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে ৩৪১, ৩২৩, ৩২৪, ৩০৭, ৩৭৯, ৫০৬ এবং পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা দায়ের করেন (যাহার নং-সিআর মামলা নং ১০৩/২০২৩)।
মামলার বাদী মো. সালেহ রাজা আরও জানান, উল্লেখিত আসামীদের অনেকের বিরুদ্ধে মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রোট আদালত সিলেটে ১০৫/২০২২, ৩৯/২০২৩, ৪৫/২০২২ সহ কয়েকটি মামলা চলমান রয়েছে। বিবাদীগন পুর্ব শত্রæতার জের ধরে তার উপর হামলা চালায়। তিনি ন্যায় বিচারের আশায় বিবাদীরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
স্থানীয় গ্রামবাসী আব্দুল জলিল, আব্দুল মালিক, কিবরিয়া আহমদ, তমছির আলী, সুলেমান রাজা, আব্দুল হক সহ অন্যান্যরা জানান, পূর্ব পরিকল্পিত ভাবে ১৪ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর অনুমান ২টার সময় বিবাদীগণ মসজিদের উঠানে মো. সালেহ রাজার উপর হামলা করে। পরে স্থানীয় জনতা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা বিশ্বাস করি আদালত সুষ্ট তদন্ত মাধ্যমে এই ঘাটনার ন্যায় বিচার করবেন।
এদিকে মো. সালেহ রাজার অভিযোগটি মাননীয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রোট আমলী আদালত সুষ্ট তদন্তের জন্য (সিআর মামলা নং ১০৩/২০২৩) হিসাবে আমলে নিয়ে সিলেটের ইন্ডাষ্টিয়াল পুলিশের নিকট তদন্ত প্রতিবেদনের জন্য প্রেরণ করেন।