/////

গোয়াইনঘাটে প্রবাসীর বসতবাড়ি জোর দখলের চেষ্টা, স্বজনদের উপর মানসিক নির্যাতন

12 mins read

গোয়াইনঘাট সিলেট থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর ৩য় খন্ড (বানীগ্রাম) এর মৃত আজির উদ্দিনের পুত্র প্রবাসী মনোয়ার, জামাল ও জোবের’র মৌরসী ও ক্রয় সুত্রে মালিকানাধীন ২একর ভুমিতে বসতবাড়ি তৈরী করে শতবছর হতে বসবাস করে আসছেন। কিন্ত প্রতিবেশী বশির উদ্দিনের পুত্রদ্বয় সালমান আহমদ ও রোমান আহমদের নেতৃত্বে আরো ৫/৬ জনের একটা সংঘবদ্ধ দল দীর্ঘদিন থেকে প্রবাসীদের বাড়ির জমি দকল নিতে নানারকম অপকর্ম চালিয়ে যাচ্ছে।

সালমানের নেতৃত্বে চলতি মাসের ১লা আগষ্ট বেলা ২টার সময় প্রবাসীর বাড়িতে গিয়ে শতাধিক রোপায়িত বিভিন্ন জাতের গাছের চারা উপড়ে ও কেটে ফেলে, এছাড়া বাড়ির উপর দিয়ে গাছপালা নষ্ট করে রাস্তা নির্মান শুরু করে। এসময় প্রবাসীদের ভাই আনোয়ার হোসেন বাঁধা দিলে তার উপর হামলা করে। এসব ঘটনায় আনোয়ার হোসাইন স্থানীয় সালিশদের কাছে বিচার দেন।সালিশগন সালমান গংদের বার বার ডাকলেও তারা বিচার মানেনি এবং সালিশদের ডাকে ছাড়া দেইনি।

এঘটনায় প্রবাসীদের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় সালমানকে প্রধান আসামি ও আরও ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দাযের করেন। সরজমিন গিয়ে দেখা যায় সালমান গংরা প্রবাসীর বাড়ির গাছপালা কেটে ও চারা উপড়ে ফেলে প্রবাসীর বাড়ির মাটি কেটে কিছু অংশে রাস্তা নির্মাণ করছে। নাম প্রকামশ অনিচ্ছুক কয়েক জন প্রতিবেশি জানান সালমান গংরা খুব শক্তিশালী, তাই গ্রামের নিরীহ মানুষের উপর সব সময় নির্যাতন নিপিড়ন চালায়, তাদের ভয়ে কেউ মুখ খুলেনি, প্রবাসীদের বাড়ির জমি জোরপূর্বক দখল করতে দীর্ঘদিন থেকে প্রবাসীর পরিবারের উপর মানসিক ভাবে নির্যাতন করে আসছে। প্রবাসীদের বয়স্ক মা মেহেরুন জানান আমার ফোয়াইন বিদেশ থাকায় পাশের বাড়ির বশিরের ফোয়া সালমান ও রোমান আমার বাড়ির জাগা দখল করতে আমরার উপর মামলা হামলা ও বাড়ির গাছপালা কাটিয়া সড়ক বানাইরা। অভিযুক্ত সালমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান এসব জমি অনেক আগ থেকে আমরা দখল করে ভোগ করছি, তবে কোন দলিল পত্র নেই বলে জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ জানান আমি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেব।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version