/////

গোলাপগঞ্জে অবৈধভাবে টিলার মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা আদায়

4 mins read

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে টিলার মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের খর্দাপাড়া এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে পরিচালিত এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একটি দল পুলিশ সহাযোগিতা করে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version