
গোলাপগঞ্জে গ্যাসের রাইজার চুরি করে নিয়ে যাওয়ার সময় বকুল আহমদ (৪০) নামের এক চুরকে আটক করেছে স্থানীয় জনতা ।
গত বুধবার ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে তাকে আটক করা হয় । পরে স্থানীয়রা তাকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে । আটককৃত বকুল আহমদের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক সে তার পূর্ণ নাম পরিচয় জানায়নি । স্থানীয়রা জানায়, গত বুধবার ভোরে দত্তরাইল গ্রামে বেশ কয়েকটি গ্যসের রাইজার চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যাক্তির সন্দেহ হয় চুর বকুল আহমদের উপর। এসময় তার সাথে থাকা একটি ব্যাগে কয়েকটি গ্যসের রাইজার পাওয়া যায় । এরপর এলাকাবাসী গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম বলেন, বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।