/

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক নিহত

5 mins read

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে ৩২ বছর বয়সী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে আইনশঙ্খলা বাহিনী।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে পূর্ব দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কের দেওয়ালেরটেক সংযোগ সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার দেওয়ালেরটেক গ্রামে প্রবেশের সংযোগ সড়কের সম্মুখে ভৈরবগামী রেল লাইনের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এস আই জানান, তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরনে কালো রঙের হাফ হাতা শার্ট এবং জিন্স প্যান্ট রয়েছে।

ধারণা করা হচ্ছে ভৈরবগামী চলন্ত অজ্ঞাত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান রেলওয়ে পুলিশের কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version