চিকনাগুল ইউনিয়নের কহাইগড় ১মখন্ড প্রোট্রবাংলার রাস্তা হইতে বটামারা রাস্তার ইট সলিং কাজের উদ্বোধন৷
২৮ মে শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অধিদপ্তরের বরাদ্ধে চিকনাগুল ইউপির কহাইগড় ১মখন্ড প্রোট্রবাংলার রাস্তা হইতে বটামারা রাস্তার ইট সলিং কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ নেতা কামরুজ্জামান চৌধুরী ৷ এসময় উপস্থিত ছিলেন কহাইগড় ও বটামারা গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গরা৷
তিনি বলেন, চিকনাগুল ইউপির কহাইগড় ১মখন্ডের মানুষ দীর্ঘ দিন ধরে কাঁদা যুক্ত রাস্তায় চলাচল করতে হয়েছে ৷ তাদের রাস্তাটি অতিথে ইটসলিং কাজটুকু করা হয়নি ৷ অবশেষে মন্ত্রী ইমরান আহমদ এমপির বিশেষ বরাদ্ধে প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্তাবধানে রাস্তাটির ইটসলিং কাজ শুরু করা হয়েছে৷ ইটসলিং কাজ শেষ হলে কাহাইগড় মানুষের যাতায়াতের দূর্ভোগ কিছুটা হলে শেষ হবে ৷
Leave a Reply