এক নারীকে জোর করে দেহব্যবসা করানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সুমন কুমারি। শুক্রবার মুম্বাই পুলিশ এই অভিনেত্রীকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, এক মডেলকে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জোর করে দেহব্যবসার দিকে ঠেলে দিচ্ছিলেন অভিনেত্রী সুমন।
সম্প্রতি সিনেমা-সিরিয়ালে কাজ দেওয়ার নাম করে দেহব্যবসার চালানোর অভিযোগে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার বলিউডের কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তল। আরতি দুই তরুণী মডেলকে সিনেমায় কাজ দেওয়ার টোপ দিয়ে দেহব্যবসার জন্য বাধ্য করেছিলেন। এই দুই তরুণীকে গুরুগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
প্রথম দিনের আয় ১৫ কোটি, হতাশ সালমান ভক্তরাপ্রথম দিনের আয় ১৫ কোটি, হতাশ সালমান ভক্তরা ।
পুলিশ সূত্রে বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, আরতি মিত্তল কথা দিয়েছিলেন, তাঁদের দু’জনকেই ১৫ হাজার টাকা দেবেন। দুই তরুণী মডেলের থেকে তথ্য পেয়েই তদন্তে নামে মুম্বাই পুলিশ। একটি হোটেলে পাঠানো হয় সাজানো গ্রাহক। ওই ফাঁদেই পা দেন আরতি মিত্তল। প্রকাশ্যে আসে দেহব্যবসার চক্র। সঙ্গে সঙ্গেই আরতি মিত্তলকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।