/////

জকিগঞ্জের বাড়ি রাস্তা নিয়ে বিরোধে প্রাণ হারালো স্কুল ছাত্র

9 mins read

সিলেটের জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের খলাছড়া গ্রামে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে সুহেল আহমদ(১৬) নামের এক স্কুল ছাত্র। নিহত স্কুল ছাত্র খলাছড়া (ডিগ্রি) গ্রামের লুকু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলো।

স্থানীয়দের বরাতে জকিগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে খলাছড়া ইউনিয়নের দক্ষিণ খলাছড়া গ্রামের আতাবুর রহমানের বাড়ির রাস্তা নিয়ে একই বাড়ির মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুল মালিক (৫৭), আব্দুল খালিক (৫২) গংদের সাথে আতাবুর রহমান গংদের মারামারি ঘটনা ঘটে। মারামারিতে সোহেল আহমদ (১৬), আব্দুল বাছিত (৩৫), রোহেল আহমদ (১৮), হালিমা বেগম (৩০), ইমরান আহমদ (১৮), আবুল কালাম (৪০), হোছন আহমদ (৪৫) গুরুতর আহত হন। এ ঘটনায় ঐ রাতেই মৃত মনুহর আলীর ছেলে আতাবুর রহমান (৪৯) বাদী হয়ে ৮জনের নামোল্লেখ ও অজ্ঞাত দু’জনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযান চালিয়েমৃত ইউসুফ আলীর ছেলে আব্দুল খালিক (৫৫), আব্দুল মালিক (৫৭) ও আব্দুল মালিকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২২) কে গ্রেফতার করে।

বুধবার রাত ১০ টার দিকে আহত সুহেল আহমদ চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি ক্লিনিকে মারা গেছে। রাত ১ টায় এ সংবাদ লেখা পর্যন্ত জানা গেছে আহত আরেক নারীর অবস্থা অবনতি হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, মারামারি ঘটনায় প্রধান আসামিসহ ৩জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মারামারি মামলায় হত্যাকাণ্ডের ধারা সংযোজন করা হবে। ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version