////

জকিগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার-৫

8 mins read

সিলেটের জকিগঞ্জে জুয়ার আসরে হানা দিয়ে পুলিশ ৫জুয়াড়িকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, রোববার রাতে মানিকপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজারস্থ দক্ষিণ গলির ইসলাম উদ্দিনের পান দোকানে জুয়ার আসর বসেছে এমন সংবাদে এসআই মোহাম্মদ জসীম উদ্দীন একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো খলাদাপনিয়া মাতারগ্রামের নিয়াজ আলীর ছেলে মো. ইসলাম উদ্দিন(৩২), জিয়াপুর গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে নজমুল হোসেন(২৩), মাতারগ্রামের মুজিবুর রহমানের ছেলে মিজানুর রহমান(২৩), দরগাবাহারপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ইমন আহমদ(২১), একই গ্রামের মৃত আব্দুল মুহিতের ছেলে কয়ছর আহমদ(১৮)।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের কাছ থেকে গাফলা খেলার গুটি ২৮টি, গাফলা খেলার গুটি রাখার কালো টিনের বক্স ১টি ও নগদ ১০ হাজার ৪৬০ টাকা, ৫টি মোবাইল সেট জব্দ করা হয়।

সোমবার জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জকিগঞ্জ থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে (মামলা নং-১৩) আদালতে প্রেরণ করা হয়।

জকিগঞ্জ থানার মিডিয়া সেলের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মফিদুল হক বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় অপরাধ দমন, আসামি গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ও জুয়া খেলায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

x
English version