
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ গাঁজা সহ আটক ১।
২০ এপ্রিল রাতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ জসীম উদ্দীনের নেতৃত্বে জকিগঞ্জ থানাধীন কাজলসাহ ইউনিয়নের রায়গ্রামের মালু মিয়ার ছেলে মুছলিম আহমদ (৪৩) এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারকৃত আসামির বসতঘরের শয়ন কক্ষের ঘাঁটিয়ার নীচ হইতে হলুদ রংয়ের প্লাষ্টিকের বস্তায় ভারতীয় তৈরী ৩৮ বোতল Officer’s Choice, PRESTIGE WHISKY, সাদা রংয়ের প্লাষ্টিকের ব্যাগে নীল রংয়ের প্লাষ্টিকের পলিথিনে কসটেপে মোড়ানো ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা, গাঁজা মাপার দাঁড়ি পাল্লা ও বাটখারা, মদ ও গাঁজা বিক্রির ২১০০ টাকা সাক্ষীদের সম্মুখে জব্দ করে পুলিশ।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চত করেন জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক ৷