
বুধবার (২৫ এপ্রিল) জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামী জকিগঞ্জ থানার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত তাহির আলীর ছেলে লবিব আহমদ (৪২)।
মামলা সূত্রে জানা যায় সাজাপ্রাপ্ত লবিব বিয়ানীবাজার থানার ২০১৩ সাল থেকে মাদক মামলার পলাতক আসামি। উক্ত মামলায় ২০২২ সালের ২৭ অক্টোবর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৩(খ) এ দোষী সাব্যস্ত করে আসামি লবিব আহমদ কে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন৷ আসামির লবিবের বিরুদ্ধে উক্ত সাজা পরোয়ানা ছাড়াও জকিগঞ্জ একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতার কৃত আসামী লাবিবকে আদালেতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যমল বনিক।